Posts

নিউজ

সব্যসাচী হাজরার সঙ্গে তিন ঘন্টার সফর

May 8, 2024

নিউজ ফ্যাক্টরি

Featured Image
বাংলা টাইপোগ্রাফি, বাংলা প্রাইমার এবং লেটার প্রেস প্রিন্টিং বিষয়ে সব্যসাচী হাজরার সঙ্গে ৩ ঘন্টার একটি কর্মশালায় যোগ দেওয়ার সুযোগ রয়েছে।  

শুক্রবার (১০ মে), ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মশালা চলবে। সেশন ফি হিসেবে ১০০০ হাজার টাকা দিতে হবে। 

এতে অংশগ্রহণের জন্য নীচের লিঙ্কে ফর্ম পূরণ করতে হবে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে সীমিত সংখ্যক আবেদনকারীকে নির্বাচিত করা হবে। শুধুমাত্র নির্বাচিত অংশগ্রহণকারীদের ভেন্যুতে পৌঁছানোর পর কর্মশালার জন্য অর্থ প্রদান করতে হবে। 

আবেদনপত্রের জন্য লিঙ্ক: https://docs.google.com/.../1RrrQpDrJj-TkQ.../edit   






 

Comments

    Please login to post comment. Login