আমাদের দেশে প্রায় ৫৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তবে হাতেগোনা কয়েকটা বাদে কোনটাতেই তেমন গবেষণা হয় না। এমন কি ঠিকমতো শিক্ষার্থীদের পরিচর্যা করা হয় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রা যেন একেকজন জমিদার। নিজেদের ইচ্ছানুযায়ী ক্লাস শিডিউল দেয়। শিক্ষার্থী রা ঘন্টার পর ঘন্টা বসে থাকে অনেক সময়,কারণ শিক্ষকরা সঠিক সময়ে ক্লাসে ঢুকে না।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যা একটি জটিল সমস্যা। একটা বিশ্ববিদ্যালয় ১০০% আবাসিক করা উচিৎ যেন প্রত্যেক টা শিক্ষার্থী হলে থাকতে পারে। অনেক গরীব শিক্ষার্থী মেসে থাকতে পারে না,সামর্থ্য হয় না। তারা বাধ্য হয়ে ছাত্রলীগ,ছাত্রদলের মাধ্যমে হলে উঠে,তাও গনরুমে থেকে ১/২ বছর পর সিট নিতে হয়। এভাবে জীবন থেকে ১/২ টা বছর গনরুম নামক নষ্ট জায়গায় কাটিয়ে দিতে হয়। গনরুমে থেকে শিক্ষার্থী রা মানসিক ভাবে ভেঙে পড়ে।
আর কতদিন???নতুন নতুন বিশ্ববিদ্যালয় তৈরি না করে আগে সবগুলো বিশ্ববিদ্যালয় আবাসিক করা হোক। নতুন বাংলাদেশে এই প্রয়োজনীয় স্বপ্ন টা দেখতে পারি না আমরা?