Posts

নিউজ

কফিল আহমেদ ও আফরোজা সোমা পেলেন সাহিত্য পুরস্কার

October 3, 2024

নিউজ ফ্যাক্টরি

চলতি বছরের আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি, প্রাবন্ধিক আফরোজা সোমা। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আবু খালেদ পাঠান ফাউন্ডেশন প্রবর্তিত এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রথমবার এটি দেওয়া হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন পুরস্কার প্রদান কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ। আবু খালেদ পাঠান ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য দেন নায়লা ইয়াসমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কবি ফারুক মাহমুদ, এয়ার ভাইস মার্শাল (অব.) এম সানাউল হক, সাংবাদিক ও প্রাবন্ধিক কাজল রশীদ শাহীন, শিক্ষক বীরেন্দ্র কিশোর রায়।

পুরস্কারপ্রাপ্তরা ২৫ হাজার টাকা, ক্রেস্ট, উত্তরীয় ও প্রশংসাপত্র পেয়েছেন।  

উল্লেখ্য, আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ৩৫ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি স্থানীয়, জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে লেখালেখি করেছেন। 

Comments

    Please login to post comment. Login