বর্ষা
----------- (জাহেদ আহমদ)
বিগত হয় এমনও আমাদের দিন
রৌদ্র হারিয়ে ধানখেত-বিল, থমকে বর্ষায়
রোদ- ঈর্ষার স্মৃতি খুঁজতে খুঁজতে বেশুমার
জলে মাটির স্নায়ু খুঁজে নেয়।
গভীরে আরো গভীরে মৃত্তিকা রজ্জুর
সেই জল রোদকে ভুলেছে- কেউ শুনেনি কখনো
ওফ,কেনো সে ভালবাসে বিপন্ন বোধে পাঁতা
পোয়াতি মেঘমালার বিজলিগ্রাহ্য ফাঁদ!
কেনো তার মনে বিপুল মেঘ আর রোদ
বিভীষণ-ষড়যন্ত্রসমেত একত্রে খেলে যায়?
মাটিতলে মৃত্যুবৎ শীতলতায় বেঁচে থাকে
শস্যবিল মজ্জাজাত জল ও জ্বলন,
তখন, খড়ের লাশে স্তুপ থেকে মুখ তুলে
পৃথিবীতে বর্ষায় মাতে অগণিত মনন
----------- (জাহেদ আহমদ)
বিগত হয় এমনও আমাদের দিন
রৌদ্র হারিয়ে ধানখেত-বিল, থমকে বর্ষায়
রোদ- ঈর্ষার স্মৃতি খুঁজতে খুঁজতে বেশুমার
জলে মাটির স্নায়ু খুঁজে নেয়।
গভীরে আরো গভীরে মৃত্তিকা রজ্জুর
সেই জল রোদকে ভুলেছে- কেউ শুনেনি কখনো
ওফ,কেনো সে ভালবাসে বিপন্ন বোধে পাঁতা
পোয়াতি মেঘমালার বিজলিগ্রাহ্য ফাঁদ!
কেনো তার মনে বিপুল মেঘ আর রোদ
বিভীষণ-ষড়যন্ত্রসমেত একত্রে খেলে যায়?
মাটিতলে মৃত্যুবৎ শীতলতায় বেঁচে থাকে
শস্যবিল মজ্জাজাত জল ও জ্বলন,
তখন, খড়ের লাশে স্তুপ থেকে মুখ তুলে
পৃথিবীতে বর্ষায় মাতে অগণিত মনন