-স্বামী আমি মনে হয় বাছবো না? আমার কেনো জানি মনে হচ্ছে সন্তান জন্ম দেয়ার সময় মা"রা যাবো?
-এই পাগলি এমন কথা বলতে নেই।
-সত্যি আমার এমনটাই মনে হচ্ছে। তুমি আমাকে কথা দাও আমার মৃতু হলে । আমার সন্তান কে অবহেলা করবে না।
-আচ্ছা বাবা আচ্ছা কথা দিলাম কখনো অবহেলা করবো না।
-কথা দাও আর বিয়ে করবে না।
-হুম কথা দিলাম বিয়ে ও করবো না। তুমি এখন প্লিজ রেষ্ট নাও একটু পরেই হয়তো তোমাকে ডাক্তার নিয়ে যেতে পারে।
( সবাই ভাবতেছেন কি হচ্ছে তবে শুনুন। এখানে একজন স্রী সন্তান জন্ম দিবে । যদি সন্তান জন্ম দেয়ার পরে এই পৃথিবী ছেরে চলে যেতে হয় তাই এই সব স্বামী কে বলতেছে )
--জানো স্বামী আমার খুব ভয় করতেছে। তোমার হাত ছারতেই ইচ্ছে করতেছে না। মন চাইতেছে তোমার বুকে মাথা রেখে ঘুমাই।
-- আমার লক্ষি বউটার কিছূ হবে না।
--ঠিক সেই সময় ডাক্তার চলে আসে। আর নিঝুম কে নিয়ে অপারেশন রুমে চলে যায়।
-সেই সময় হাসিব লক্ষ করে যে নিঝুমের চোখ বেয়ে বেয়ে অঝড়ে পানি পরতে আছে। এটা দেখে হাসিবের অনেক কষ্ট হয় কিন্তু কি আর করার বলেন।
--এর পরে হাসিব অপেক্ষায় থাকে কখনো সুন্দর ভাবে ডাক্তার এসে বলবে আপনার সন্তান ও সন্তানের মা ভালো আছে।
-প্রায় ২ ঘন্টা পরে ডাক্তার মাথা নিছে করে বেরিয়ে আসে।
হাসিব : ডাক্তার নিঝুম আর আমার বেবি কেমন আছে।
ডাক্তার : I am Sry হাসিব আমরা বাচ্চার মাকে বাছাইতে পারিনাই। বাচ্চা হওয়ার সময় ওখানেই মা-রা যায়।
-কথাটি শুনেই যেনো হাসিবের মাথায় আকাশ ভেঙ্গে পরে।
-আর তখনি হাসিব নিঝুমের একটু আগে বলে যাওয়া কথা গুলা মনে করতে থাকে। আর কাদতে থাকে।
--এটাই হলো আমাদের মা যে নিজের জীবন ত্যাগ করে সন্তান কে এই পৃথিবীর মুখ দেখায়। যে নিজের জীবন শেষ করে সন্তানের নতুন জীবন শুরু করে এটাই হলো আমাদের মা।
--অনেক ভালোবাসি তোমাকে মা!! I Love You MA