Posts

পোস্ট

কুকুরগুলোর সঙ্গে আমি

October 4, 2024

Subrato Adhikary

138
View

অন্তত রাত্রে কুকুরগুলো রাস্তায় নিজেদের অধিপত্য বজায় রাখতে চায়। দিনের বেলায় তো যানবাহনের যাতায়াতে, তীব্র হর্ণের আওয়াজে তাদের পথে বিচরণ করা কঠিন হয়ে পড়ে।
কুকুরগুলো নিজেদের একটা দল পাকিয়ে থাকে। সেখানে অন্য কুকুরগুলোকে ঢুকতে দেয়না। 
" ব্রজমোহন কলেজের " কুকুরগুলো( সম্ভবত দলের বেশি কুকুর) শক্তিসালী কান নিয়ে পর্যবেক্ষণ করে, এ'দিক থেকে সে'দিকে হাঁটাহাঁটি করে যেনো অন্য এলাকার কোনো কুকুর ঢুকতে না পারে! " সংকর মঠ " এলাকার কুকুরগুলোর সাথে একপর্যায়ে " ব্রজমোহন কলেজের " কুকুরগুলোর তীব্র ঝঞ্ঝা শুরু হয়। কিছু কুকুর দিকভ্রান্ত হয়ে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিছু কুকুর চিৎকার করতে করতে লড়তে আসার আহ্বান জানায়। কিছু কুকুর নিঃশ্বব্দে ঠাঁই দাঁড়িয়ে থাকে যেনো চারপাশে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছে না তারা। কত চমৎকার চমৎকার চরিত্র তাদের!    

Comments

    Please login to post comment. Login