Posts

সমালোচনা

ড.সামিনা লুৎতফা এবং ট্রান্সজেন্ডার বিতর্ক!

October 4, 2024

শাহেদ মামুন শাহিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ড.সামিনা লুৎফা মেডাম শিক্ষিকা হিসেবে ভালো এবং যথেষ্ট জ্ঞানী এটা স্বীকার করতে হবে। তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা যায় না বা করা উচিত না। তার একটা বিরাট সমস্যা হচ্ছে সে একজন বিকৃতিকামীদের Strong Supporter এবং সেটার পক্ষে কাজ করে। হাতেগোনা কয়েকজন বিকৃতকামীদের জন্য তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে Support করা যা আসলে আমাদের দেশে আইনবিরোধী। শুধুমাত্র আইনবিরোধী না দেশে সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের সাথে প্রচন্ড রকমের সাংঘর্ষিক। একটা দেশের বৃহৎ জনগোষ্ঠীর বিপক্ষে গিয়ে হাতেগোনা কয়েকজন বিকৃতকামীদের পক্ষে সরব থাকা একজন জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। অথচ আমাদের দেশে বা আইনে বিকৃতকামীতা কঠোরভাবে নিষিদ্ধ এমনি প্রচার প্রসার করা সেটাও নিষিদ্ধ, যদি কেউ করে তার শাস্তির বিধান আছে। তিনি নামকরা ভার্সিটির শিক্ষক হয়ে এ ধরনের কাজ করা মানাই না, যদিও করে থাকে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। সামিনা মেডাম বৃহৎ জনগোষ্ঠীর সামাজিক মূল্যবোধের বিপক্ষে অবস্থান নিয়ে দেশের মানুষকে মব জাস্টিসের দিকে উস্কে দিয়েছে এবং বিভাজনের চেষ্টা করেছে। তিনি ভার্সিটির শিক্ষক হয়েছেন বলে তার অপরাধ মেনে নেওয়া এবং তার পক্ষে নেওয়া উচিত হবে না। তিনি বাংলাদেশকে USA কিংবা Europe মনে করে দেশে বিকৃতিকামীর পক্ষে নিতে পারে না। তিনি রিলিজিয়াস বিশ্বাসী না হতে পারে কিন্তু রিলিজিয়াস বিপক্ষে যায় এমন কাজ করতে পারে না। সামিনা লুৎফা মেডামের উচিত হবে জাতির কাছে বিনতিভাবে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যত সামজিক মূল্যবোধের বিরুদ্ধে যায় এমন কাজ করা থেকে বিরত থাকা।

Comments

    Please login to post comment. Login