কবি ও চিন্তক ফরহাদ মজহার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
বানান পত্রিকার সম্পাদক মোহাম্মদ রোমেল ফিকশন ফ্যাক্টরিকে জানান, তিনি বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।
তিনি উল্লেখ করেন, ফরহাদ মজহার ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামে একাধিক সেমিনারে যোগ দিয়েছিলেন। এরপর ২৮ সেপ্টেম্বর নোয়াখালী যাওয়ার পথে তার জ্বর ও কাশি শুরু হয়। নোয়াখালী থেকে জ্বর নিয়েই ঢাকায় ফিরেছেন তিনি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। ফলে শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
৭৭ বছর বয়সী এই কবি বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে বলে জানা গেছে। তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
এদিকে স্বজনরা তাকে ফোন না করার জন্য অনুরোধ করেছেন।