Posts

গল্প

জোয়ারের টানে ভেসে যাওয়া বাড়ি

October 5, 2024

সুহৃদ সরকার

60
View

সেদিন ভোরবেলা, ঘুম ভাঙতেই জানালা দিয়ে বাইরে তাকালাম। চোখেমুখে অবিশ্বাস! আমাদের বাড়িটা যেন জলের উপর ভেসে যাচ্ছে। এমন দৃশ্য এর আগে কখনো দেখিনি। শুধু আমাদের বাড়ি নয়, আশেপাশের সব বাড়িগুলোও যেন ভেসে যাচ্ছে স্রোতের টানে। গাছপালা, রাস্তাঘাট, সবকিছুই যেন কেউ এক জাদুকরের ছোঁয়ায় ভেসে বেড়াচ্ছে জলের উপর।

আমি দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। পাড়ার লোকজন সবাই অবাক বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ কাঁদছে, কেউ কেউ প্রার্থনা করছে। কিন্তু আমার মনে কোনো ভয় নেই। বরং এক ধরনের উত্তেজনা কাজ করছে। মনে হচ্ছে যেন আমি কোনো স্বপ্নের ভেতর আছি।

আমাদের বাড়ির সামনে দিয়ে একটা ছোট্ট নৌকা ভেসে যাচ্ছিল। নৌকাটাতে এক বৃদ্ধ লোক বসেছিলেন। আমি তাকে ডাক দিলাম। তিনি আমার ডাকে সাড়া দিলেন। আমি জিজ্ঞেস করলাম, "এটা কী হচ্ছে? আমাদের বাড়িগুলো কেন ভেসে যাচ্ছে?"

বৃদ্ধ লোকটি বললেন, "এটা জোয়ারের টান। প্রতি বছর এই সময়টাতে জোয়ারের টানে পুরো গ্রামটা জলের তলায় তলিয়ে যায়। কিন্তু এবার জোয়ারের টান খুব বেশি। তাই বাড়িগুলো ভেসে যাচ্ছে।"

আমি জিজ্ঞেস করলাম, "তাহলে আমরা এখন কী করব?"

বৃদ্ধ লোকটি বললেন, "আমাদের কিছু করার নেই। জোয়ারের টান কমলে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে।"

আমি বৃদ্ধ লোকটির কথা শুনে চুপ করে গেলাম। জোয়ারের টানে আমাদের বাড়িটা তখন দূরে ভেসে যাচ্ছে। আমি জানি না এটা কোথায় গিয়ে থামবে। কিন্তু আমার মনে এখনো কোনো ভয় নেই। বরং এক ধরনের আনন্দ কাজ করছে। মনে হচ্ছে যেন আমি একটা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি।

আমাদের বাড়িটা ভেসে ভেসে একটা নদীতে এসে পড়ল। নদীর দুই ধারে সবুজ ঘাস, গাছপালা। দূরে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে। নদীর জলে নানা রকমের মাছ লাফালাফি করছে। আমার মনে হল যেন আমি একটা পরীর দেশে চলে এসেছি।

আমাদের বাড়িটা ভেসে ভেসে আরো অনেক দূর চলে গেল। আমি জানি না এটা কোথায় গিয়ে শেষ হবে। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমার মনে হচ্ছে যেন আমি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি।

আমি এখনো জানি না আমাদের বাড়িটা কোথায় গিয়ে থামবে। কিন্তু আমি আশা করি, এটা একটা সুন্দর জায়গায় গিয়ে থামবে। যেখানে আমি নতুন করে জীবন শুরু করতে পারব।

জোয়ারের টান কমলে আমাদের বাড়িটা আবার আগের জায়গায় ফিরে এলো। কিন্তু আমি আর আগের মতো নেই। আমার মধ্যে এখন একটা পরিবর্তন এসেছে। আমি এখন আর পুরোনো জীবনে ফিরে যেতে চাই না। আমি নতুন একটা জীবন শুরু করতে চাই।

আমি আমাদের বাড়িটা ছেড়ে চলে গেলাম। আমি এখন একটা নতুন জায়গায় থাকি। নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। আমি এখন অনেক খুশি। আমি এখন জানি, জীবনটা কত সুন্দর। জীবনে কত রকমের অভিজ্ঞতা অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমাদের শুধু সেই অভিজ্ঞতাগুলোকে স্বাগত জানাতে হবে।

Comments

    Please login to post comment. Login