Posts

কবিতা

১ অক্টোবর ২০২৪

October 5, 2024

Saikat Sarkar

57
View

তোমার সমস্ত হেঁয়ালির ভার আমারে দাও-আমি বহুদিন ঘুমোই না-গোগ্রাসে গিলে নেবো তোমার একাকী সন্ধ্যাগুলি,চুপ করে বসে থাকা,হঠাৎ অকারণের মন খারাপ

জানি এসব বাজে কথা-আমার বলতে নাই-

তোমারে নিয়ে আমি রাখবো কই-একটা শুধু নদী আছে,বারো মাস যেখানে ভাটা-মাছ বাঁচে না-সুর তুলে বয় না গেয়ো গেয়ো হাওয়া

ঘাস নাই,নিশিন্দা নাই,সন্ধ্যার ভুতুড়ে ছায়াদের দল নাই-

আমার নদী ভীষণ দরিদ্র আমার থেকেও-

আমি বহুদিন ঘুমোই না-তোমার হেয়ালির কথা ভাবি-সেই সব রহস্যময় চুল,টোল পড়া গালে নেমে এসেছিল কোন এক শেষ বিকেলের পাড়ে-

বহুদিন ছুয়ে দেখা হয় না-

আমি বহুদিন ঘাস হই না,তোমার ঘুম হই না............

Comments

    Please login to post comment. Login