Posts

কবিতা

সময় ও জীবন

October 5, 2024

মো. গোলাম কিবরিয়া

131
View

তরুলতা প্যাঁচানো গাছের সারি, তারি ধারে
সাদা ক্যাডস পাঁয়ে হালকা জোড়ে
গাঁ এর টি-শার্ট কোমর বন্ধনিতে অাটকে 
পথিকের ঘামাক্ত হেঁটে চলা।
হঠাৎ তাঁর থমকে দাড়ানো
মাথায় কিছু একটা আঁচ  করে
বুঝতে বাকি নেই, তা পাখির কর্ম।
মনোমুগ্ধকর স্নিগ্ধ হেমন্তের সকালে
চারদিকের নীরবতা ভেদ করে
চড়ুই দোয়েল শালিক ও শ্যামা পাখির মনোমুগ্ধকর কন্ঠসর
তারই মাঝে কোকিলের  কুহু কুহু ডঁাক
এক অাবেশী ভাললাগায় প্রকৃতিতে হারিয়ে যাওয়া।
ইংরেজি কবির ড্যাফোডিল হয়তো নয়,
নয় মেঘ মল্লিকা হতে শুভ্র  তুষার কনা ঝরে পরা
কিন্তু নজরুলের  বাংলায়  মুগ্ধতা অফুরান।
খানিক বাদে দুই পরিচিত মুখ এর  কথোপকথন 
তারপর দুই দিকে দু'জনের পথ চলা,
ঠিক যেন পাখির নীড়ে ফেরা।

বয়স ষাট বা সত্তর, এ অার এমন কি
সন্ধ্যার গোধূলিতে জীবন অতীতে টেনে নেয়, 
ক্যলকুলাস নয়,  জ্যামিতিও নয়
কিন্তু সময়ের হিসাব মেলানো দায়।

Comments

    Please login to post comment. Login