ঘুমঘর
সৈকত সরকার
যে ঘরে দরজা থাকে ,জানলা থাকে
দাম্পত্য থাকে,বাচ্চাদের হুটোপুটি থাকে,মাস শেষের টানাটানি থাকে,থাকে আয় বাড়ানোরর দুঃশ্চিন্তা
সেই ঘরে আমরা থাকি না
আমাদের ঘরে প্রচুর বৃষ্টি নামে
একটা বিশাল আকাশ দেখা যায়
চন্দ্রভুক দীর্ঘশ্বাস আর দূষণের আর্তনাদ আমাদের চারপাশ
আমাদের ঘর এই আকাশ ,পৃথিবীসমান
চাল,ডাল,তেল,উনুন আর খানিকটা নিরাপত্তার বিনিময়ে
আমরা কিনি তোমাদের সব ঘুম।