Posts

কবিতা

অন্ততপক্ষে

October 6, 2024

সাদিক সাকলায়েন

127
View

এইসমস্ত বিপদগ্রস্ত কান্নাবেলা

স্বল্পকালীন আয়ুর মতো থাকে।

শরীর জুড়ে ক্লান্ত ছায়ার রেখা

মুছে যাবে একপলকের ফাঁকে।


 

আমি মাথার নিচে দু'হাত রেখে

মাঠের সবুজ ঘাসের ওপর শোব।

শোঁ শোঁ বাতাস, উড়ন্ত মেঘমালা-

আকাশটাকে দু'চোখ দিয়ে ছোঁব।


 

-এটুক শুধু লালন করি বুকে

এই যৎসামান্য কিন্তু তীব্র শখকে।

এইসমস্ত অর্থহীন ঝুটঝামেলা

এবার কেটে যাক অন্ততপক্ষে।

Comments

    Please login to post comment. Login