Posts

কবিতা

নিমগ্নতায় উর্বশী নিষ্প্রয়োজন

October 7, 2024

সুকান্ত সোম

233
View

নিমগ্ন রাত্রীর খেরোখাতা আমি জলাঞ্জলি দিয়েছি

না কোন উর্বষীর চর্চায় নয়,

খেয়ালে, সন্তপর্নে নিজেকে জানার অপচেষ্টাও হতে পারে।

এভাবেও আত্নবিলাসী হওয়া যায়!

তারপর তলিয়ে গেছি, সময়পুঞ্জের গভীরে,

সুগভীর মগ্নতায় অনাবিল মোহের প্রতি অশেষ প্রেমে

আচানক নার্সিসাস উপাধি প্রয়োগ করতে পারঙ্গম চারিপার্শ্ব, আমার নখদর্পনে।

তাতে কি এসে যায়?

খেয়ালি মোহবিষ্ট কেচ্ছা আত্নকর্ণ শ্রবনে মধু বর্ষন করে

আহ!

শ্যামা বিকেলে, বিমুগ্ধ বায়ুতে নিজেকে দেখেছি

ঘন কালো কেশদামের মুক্তভুমিতে হারিয়েছি একাকি তন্ময় হয়ে।

শারদীয় আকাশে পেঁজাতোলা মেঘে নয়ন জুড়িয়েছি

ঢিল ছোড়া পুকুরের ঢেউয়ে নিজেকে হারিয়েছি,

নিমগ্ন রাত্রী আমি জলাঞ্জলী দিয়েছি,

উর্বশীর কি প্রয়োজন??

Comments

    Please login to post comment. Login