প্রেয়সী, আবেগ খুব গুরুত্বপূর্ণ অনুভূতি।
আবেগতাড়িত হয়েই
তোমাকে জানিয়ে দিয়েছি
হৃদয়ের না বলা কথা।
তুমি গ্রহণ করে নাও এ প্রণয়।
ভালোবাসলে নাকি
নানান পরীক্ষার সম্মুখীন হতে হয়,
বিশ্বাস করো;
সকল প্রকার প্রস্তুতি আমার আছে।
আমি পিছপা হওয়ার নই,
পিছপা হয় প্রতারক;
আমি তো প্রতারক নই।
তোমাকে যে ভালোবাসি,
এর সাক্ষ্য দিবে হৃদস্পন্দন।
তোমাকে যে ভালোবাসি,
এর প্রমাণ হবে কথোপকথন।
তোমাকে যে ভালোবাসি,
তুমি বুঝলেই হলো।
তোমাকে যে ভালোবাসি,
টের পাও যদি তুমিও একবার বলো।
চিত্তহারিণী, ভালোবাসি বললেই
ভালোবাসা হয় না।
ভালোবাসি বলে আবার সমস্তটা দিয়ে দেওয়া যায়।
সংশয় রেখো না তুমি।
ভালোবাসি বলেই তো
তোমাকে আশ্বস্ত করতে চাই।
59
View