Posts

কবিতা

হয়তো তোমারই জন্যে

October 9, 2024

Sanzana Akter Mim

87
View

হয়তো তোমারই জন্যে

সানজানা আক্তার মিম

হয়তো তোমারই জন্যে আজ অমানিশার কাতারেও খুঁজে পেয়েছি আমায়,

তবে কত ভাবনাই না আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে!

চারপাশের মায়াজালে বড্ড জ্বালা ধরে যায়।

কখনো দিনশেষে সব রাগ-অভিমান হারিয়ে ফেলেছি,

তো কখনো রাতের আধারের অপেক্ষায় দিন কাটিয়েছি।

কোনো এক ফাঁকে মনে হয়েছে যেন তুমিই ঠিক, আমিই ভুল!

কতটা কষ্ট পেয়েছি যদি তুমি জানতে!

হয়তো জানো সবটাই, কেবল রয়ে যায় মনের আড়ালে।

হয়তো দিনশেষে আমিই আসামি!

কেবল তোমায় দোষী ঠেকাতেই অন্ধ হয়ে গিয়েছিলাম।

হয়তো পড়িনি তোমার হৃদয়ক্ষরণের কাহিনি,

যে বেদনা তুমি আজও ভুলতে পারোনি!

তবে তুমি ভেবোনা নিজেকে তুচ্ছ,

তুচ্ছতম সেই তাচ্ছিল্য যা করেছে তোমায় নিঃস্ব!

জোরাজোরি বোধ করি তোমার পছন্দের ব্যতিরেকে,

ক্ষমা করে দিও, সখা, না জানি কত জ্বালিয়েছি তোমাকে!

দিনশেষে তোমার ওই মায়াবী চাহনি চোখে ভাসে,

হয়তো তোমার কটু কথা আমার বড়ই কাজে আসে! 

বোকাসোকা মন আমার, কতই না বাজে বকেছি তোমায়!

তবে জানো তো, তোমায় দেখে আজও এ মন দোলায়!

হারিয়েছি তোমায় সেদিনের প্রথম প্রহরে,

তবে পেয়েছি আমায় গতকাল শেষ প্রহরে,

হয়তো সবটা তোমারই জন্যে!

Comments

    Please login to post comment. Login