অনেক সময় বিকেলে একাই থাকি,
যেদিকে ইচ্ছে চলে যাই।
কখনো রিক্সায়, কখনো হেঁটে।
যেতে যেতে মানুষ দেখি, তাদের হাসি দেখি,
কান্না দেখি!
দেখি কারো খুশির ফানুসের মাঝে
একটি পরিবারের জীবীকা
কিংবা একটি ফানুসের মাঝে
একটি পরিবারের আনন্দ।
এর মাঝেই আবার নিজেকে একা মনে হয়,
মনে হয়, হতদরিদ্র, বিশ্রী রকমের অসহায় !
আবার কখনো চারপাশে তাকিয়ে মনে হয়,
নাহ , আমি তো বেশ আছি!
আমার চিন্তা করার ক্ষমতা আছে,
অনুভব করার অনুভূতি আছে,
সুন্দরকে সুন্দর বলতে পারার মন আছে।
যদিও অধিকাংশই গতানুগতিক ধারার।
ব্যতিক্রম পেলে ভালো লাগে,
কথা বলি বাতাসের প্রশান্তি নিয়ে,
ফুলের সুবাস নিয়ে,
তখন চারপাশে হয়তো শুনতে পাই
যাপিত জীবনের বিশ্রী আলাপ।
দুটো গাড়ি কিনেছে
বৌটি বেশ সুন্দরী,
ম্যালা টাকা আবার ঠিক মতো না খেতে পারার আলাপ।
আমি কিন্তু কোথাও জড়িয়ে পরি না,
অনেক দূরত্ব রেখে, নিজেকে মানুষ ভেবে
অনেকটা একাই থাকি
তবুও কেউ কেউ আমাকে ভাবে,
তারা ডাকলে অধিকাংশ সময় আমি-ই যাই,
তারাও আসে যদি ইচ্ছে হয়।
এই সব ভাবতে ভাবতে
দেখি, মাস ফুরিয়ে আসেছে
পকেট গড়ের মাঠ,
রাষ্ট্র ঘুমিয়ে আছে, নাকে তার খাঁটি সরিষার তেল!
ফেরার পথে হতাশার স্মৃতি
মন থেকে মুছে দিতে খোদার কাছে প্রার্থিত হই।
একবুক আশা নিয়ে বলি, নিশচই খোদা চাহেন তো সব হবে!
০৭/০৫/২০২৪
এটি একটি প্রিমিয়াম পোস্ট।