পোস্টস

কবিতা

একতারা প্রেম

১০ অক্টোবর ২০২৪

জাকারিয়া সিজিয়াম

এ কেমন গান তুই শুনালি বৈষ্টমী,
এখন যে প্রতি পূর্ণ চতুর্দশী আমার বাউল হতে সাধ জাগে।
গলায় সুর সাধিনী কখনও, 
পুরা বিলের বাথানকে খুলে রাখা ধর্মগ্রন্থই জেনে এসেছি
কিন্তু এখন ভরা জোৎসনায় 
সেই চরডাঙ্গায় দাড়ালে রাত-বিরাতে বড় গাইতে সাধ হয়।
সেই পুরোনো গল্প, একই ধরফর!!
বুকের এক পাশটা মোচর দিয়ে ওঠে রক্তবীণ বাজলেই,
তোর গান আমার গলায় বসেনা
তবু দেখ একতারাকে আজ কত ভালোবেসে ফেললাম।