বাংলাদেশের সবচেয়ে সফল চারটা ডেইলী নিউজপেপার আজকের কাগজ, ভোরের কাগজ, আমাদের সময় এবং প্রথম আলো— মূলত লিটলম্যাগ গান্ডীব আর সাহিত্য পত্রিকা কাগজ এই দুইটার বাইপ্রোডাক্ট হিসেবে দাবী করলে আমার মনে হয় নিজপেপারের লোকেরা খুব বেশি আপত্তি করবে না।
গান্ডীব থেকে কয়জন কবি সাহিত্যিক বের হইছে সেইটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু গান্ডীবের সার্বিক সাফল্য নিয়ে কোন প্রশ্ন নাই।