Posts

চিন্তা

বাংলাদেশী GenZ ও তাদের পরিচালক (Premium)

October 11, 2024

Salsabil Khushi

Original Author Salsabil Nishat

0
sold
কেন ভিন্ন বাংলাদেশী GenZ রা



১৯৯৬-২০১২সালে যাদের জন্ম তাদেরকেই মূলত GenZ বলা হয়। বাংলাদেশের অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রায় ২৫০ বছরের মতো সময় এদেশের মানুষ কোনো না কোনো ভাবে পরাশক্তির দ্বারা শোষিত হয়েছে। প্রতিবাদ ও করেছে।তবুও কোথায় যেন একটা ভীতু থিতু ভাব রয়েই গেছে। এজন্য এদেশীয় শিক্ষিতরাই নিজেদের ভর্তসনা করেছেন একাধিকবার। এর কারণ দীর্ঘকাল একটা শোষিত শ্রেণী হিসেবে জীবনযাপন। আমাদের বলেও কিছু হয়,নিজেদের শাসন নিজেরাই করতে পারব এ ধারণা যেন একরকম স্পর্ধার অতীত হয়ে গিয়েছিলো।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login