গ্রামের এক অবুঝ কিশোরী নিধী, যার একমাত্র কাজ গ্রামের শিশুদের সাথে সারা গ্রাম চষে বেড়ানো। সেই কিশোরীই শহুরে ছেলে রাজীবের প্রেমে পড়ে কেমন করে যুবতী হয়ে উঠে তাই ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে। শহুরে ছেলে রাজীব কী এক সাধারণ দরিদ্র পরিবারের গ্রামের মেয়ে নিধীর জন্য তার পরিবারের অবাধ্য হবে?