পোস্টস

কবিতা

কবিতা: এটা শিল্প ছিলো না

১৩ অক্টোবর ২০২৪

Ajmain Rashid Enan

কবিতা : এটা শিল্প ছিলো না
কবি : আজমাইন রশীদ ইনান

ছোট শিশুদের নগ্ন পায়ে ছোটাছুটি দেখে 
ভাবতাম ওটা শিল্প। 
মা বাবা বলতেন দেখ দেখ,
শিশুগুলো কেমন খেলছে।
ভারী আনন্দের সাথে উপভোগ করতাম ওদের খেলা
তার পাশে কাঠের শব্দ, মাটির লেপার দৃশ্য আর
ছোটবেলায় তাবু ভাবা সেই বস্তিগুলো,
ছোটবেলায় এটাকে আদর্শ বাসস্থান ভাবতাম
আর চাইতাম ওদের সাথে খেলতে।।

এভাবেই পার হলো বেশ কটা বছর,
প্রবেশ করলাম পত্রিকা,ইন্টারনেট, হোয়াটস্যাপের জগতে
একদিন জানলাম এগুলো শিল্প নয়,
না, ভুল বললাম বোধ হয়
সৃষ্টিকর্তার সব সৃষ্টিই শিল্প তবুও
এ শিল্প সবাই তার জীবনে চায় না
বোধ হয় এ শিল্প কারো জীবনে প্রত্যাশিতও নয়।
তবু এ শিল্প পৃথিবীতে রয়েই যাবে আর
আমারই মতো কোনো শিশু ভাববে এটা শিল্প, 
তারপর একদিন সে জানবে এটা শিল্প ছিলো না।।