এষণা
----------
মুন্সী আজিজ উদ্দিন আহমেদ।
----------------------------------
একটি স্বপ্নের কথা বলি, যে স্বপ্ন আমি কিশোর বয়সে অসংখ্যবার দেখেছি। যখন বাবার সিদ্ধান্তে আমরা সপরিবারে ঢাকা চলে এলাম ১৯৮৪ সালের শেষে। আমার প্রিয় সবুজ শ্যামল গ্রাম ছেড়ে ইট পাথরের ঢাকা শহরে, যেন কারাবরণ করলাম। সকালে পাখির ডাক নেই, বিকেলে খেলাধুলা নেই, হাওয়ায় সজীবতা নেই। প্রতিদিনই হৃদয়ে রক্তক্ষরণ হতো, মন পড়ে থাকতো আমার প্রিয় ভূমিতে। ঠিক সেই সময়ে প্রায় পাঁচ বছর ধরে স্বপ্নটা দেখতাম। স্বপ্নে দেখতাম— খোরশেদপুরে আমাদের পাড়ার মসজিদের সামনের বাঁধের রাস্তার ওপাশে যেখানে একটু নীচু জায়গা। বর্ষার চ পানিতে থৈথৈ করতো চারদিকে, সেখানে ভেলা ভাসিয়ে চলে যাচ্ছি, ধান ক্ষেত, খোলা মাঠ, দিগন্ত ছাড়িয়ে, সে যাত্রা কখনো শেষ হতো না। ঘুম ভেঙে যেতো। বারবার, অসংখ্যবার একই জায়গায় একই স্বপ্ন কেন যে দেখতাম, তখন বুঝতামনা, পরবর্তীতে কৈশোর পেরিয়ে মনে হতো, হয়তো ঐ জায়গায় আমার বিচরণ ছিলো বেশি, ভালোও বাসতাম বেশি সেকারণেই স্বপ্নটা দেখতাম। এটা তো গেলো ঘুমন্ত অবস্থার স্বপ্নের কথা, এবার বলি আরো কিছু স্বপ্নের কথা। ছোটবেলায় যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, তখন মাঝে মাঝে ডাক পিওন ক্রিংক্রিং শব্দে বেল বাজিয়ে বাড়ির সামনে আসতো। বাবা চিঠি লিখতেন,