পোস্টস

কবিতা

অ্যা ড্রিম টু বি ফ্রি

১৩ অক্টোবর ২০২৪

মোঃ আল আমিন

দৃষ্টি আমার মহাশূন্যে,
শূন্যের মতো বিশাল 
নাকি অর্থহীন নিছক আলেয়ার আলো
রোজ শূন্য শূন্য চোখে সে হিসাবেই বেলা গড়ালো।

 

বা পাশের ঘরেও বসেনি কেউ 
ঠোঁটে জ্বলে নিকোটিন, বহ্নিশিখা হৃদয়ে,
দৃষ্টি আমার গভীর নাকি অতল তলাহীন 
সে প্রশ্নই আমার আমিকে ডোবালো।

 

মহাবৃত্তের বিন্দু আমি, আমায় ঘিরেই চারপাশ
চারিপাশের চৌদ্দশিকে কয়েদি আমার নাভিশ্বাস 
মুক্তির স্লোগানে ফরিয়াদ তুলি যে মহাশূন্যে 
সে নিরাকার শূন্যের মহাবৃত্তেই আমার আবাস।

 

মুঠিতলে আগুনের গান, হৃদয়ে বাজে করুন বীণা
মর্ত্য আমার স্বর্গ আমার, মুক্তি শুধু আমার না।