Posts

নিউজ

গাজা যুদ্ধের কারণে নোবেল জয় উদযাপনে রাজি হননি হান ক্যাং

October 13, 2024

নিউজ ফ্যাক্টরি

দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং ২০২৪ সালে সাহিত্যে নোবেল প্রাইজ জিতেছেন। কিন্তু গাজা উপত্যকা এবং ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে তিনি এই জয় উদযাপন করতে রাজি হননি। এমনকি বৈশ্বিক এই ট্র্যাজেডির কথা উল্লেখ করে তিনি সংবাদ সম্মেলন করতেও অস্বীকৃতি জানিয়েছেন।  

নোবেল বিজয়ী এই লেখকের বাবা প্রখ্যাত উপন্যাসিক হান সিউং-ওন (৮৫) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।  তিনি দক্ষিণ জিওলা প্রদেশের জাংহেউং এর হান সিউং-উন লিটারারি স্কুলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

তিনি বলেন, ‘হান আমাকে বলেছে যখন যুদ্ধ তীব্র হচ্ছে এবং প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, আমরা কীভাবে একটি উদযাপন বা সংবাদ সম্মেলন করতে পারি? সে আমাকে বলেছে, সে কোনো সংবাদ সম্মেলন করবে না।' 

তিনি আরও বলেন, ‘তার দৃষ্টিভঙ্গি কোরিয়াতে বসবাসকারী একজন লেখক থেকে বৈশ্বিক লেখকের চেতনায় পরিবর্তিত হয়েছে। আমি অবশ্য কোরিয়াতে বসবাসকারী একজন পুরস্কার বিজয়ীর বাবা হওয়ার অনুভূতিকে ঝেড়ে ফেলতে পারিনি। তাই আমি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।' 

হান অবশ্য তার বাবাকে স্থানীয় এই সংবাদ সম্মেলন করতেও  নিরুৎসাহিত করেছিলেন। গাজা এবং ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে হান সিউং-ওন বলেন, ‘আমি স্থানীয় জনগণের জন্য এখানে একটি পার্টি দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু আমার মেয়ে আমাকে তা না করতে বলেছিল। সে বলেছিল, এই দুঃখজনক ঘটনাগুলোর সাক্ষী হয়ে উদযাপন করতে পারবো না।’ 

উল্লেখ্য, ১০ অক্টোবর সুইডিশ একাডেমি চলতি বছরের নোবেল বিজয়ী হিসেবে ৫৩ বছর বয়সী হান ক্যাং এর নাম ঘোষণা করে। তিনি হলেন সাহিত্যে নোবেল প্রাইজ বিজয়ী একমাত্র দক্ষিণ কোরিয়ান লেখক। ১৯৯৩ সালে তিনি লেখক হিসেবে ক্যারিয়ার শুরু করেন। 'দ্য ভেজিটেরিয়ান' উপন্যাসের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। বইটি ২০০৭ সালে কোরিয়ান ভাষায় প্রথম প্রকাশিত হয়েছিল। 

পরবর্তীতে ২০১৫ সালে ডেবোরা স্মিথ উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেন। পরের বছর এই বইয়ের জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছিলেন হান। 

সূত্র: দ্য কোরিয়া টাইমস  

Comments

    Please login to post comment. Login