তারপর শেষ হয় বেলা
সোনার দিনের শেষে ম্লান হয়ে আসে আলো,
সারাদিনের রঙ্গমঞ্চ শেষে শুরু হয় খেলা ভাঙার খেলা
সন্ধ্যের বিষন্ন আঁধারে চারপাশ হয় কালো।
সে বিষন্ন সন্ধ্যের চাদর ঠেলে ঘরে ফেরে ক্লান্ত এক পথিক কোন,
যার ঘর আছে, সে ঘরে শয্যা আছে,
শীতল বরফ সে শয্যায় উষ্ণতা নেই যেন।
তারপর শেষ হয় বেলা
মুহুর্তে ঘিরে ধরে একাকীত্বের পাহাড়,
সে পাহাড়ে ঝিরি নেই, কুর্চী ফুলের নাচন নেই
নেই ঝর্ণা, নেই ঘন কুয়াশায় মোড়া কোনো শাড়ির পাড়।
বেলা ফুরোয়, খেলা ফুরোয়, জুড়োয় দিনের তাপ
সন্ধ্যের আলোয়, গোধুলির মায়ায়, ক্লান্ত পাখির ডাকে
শ্রান্ত পথিকের বুক জুড়ে নামে সমগ্র এক জীবনের সন্তাপ।
তারপর শেষ হয় বেলা, শেষ হয় খেলা
বিশ্ব সংসার ছিন্নভিন্ন হয়ে যায় নিঃসঙ্গতার হুতাশে,
ঊনকোটি তারার মাঝে আকাশে ফুটে ওঠে সন্ধ্যাতারা
ফিরতি পথে পা টেনে চলা নিঃসঙ্গ পথিকের মতই
কেউ নেই তার পাশে।