চারু কথন
...
নিশি রাইতে ,আধার বাইতে
ঘোল করেছ খ্যালা
পরপুরুষে রাইতবিরাতে গোল করিবে ম্যালা।
কইরে করুক, আ’র কি তাতে?
বাত করেছি খেল খেলেছি
হাত রেখেছি হাতে
মন মাঝারে ঘর বেঁধেছি, দোষ কি হবে তাতে?
ইশ! রঙ কত!
মান বইলে জিনিস আছে তার কি হবে, খ্যাতা?
মুইড়ে দিলে মাথা তোমার
বুঝবানে কেমন ন্যাতা
ডর করি না।
ভালোবাইসে কি পাপ করেছি?
তয় তাপ হবে ক্যান তাতে?
শাস্তি দিলে তা অত্যাচার
তখন দেখবানি এ সমাচার,
খোদা আছেন সাথে
ও, বাবা! মুরোদ আছে!
আইজ থেকে যাও সইপে দিলেম
আ’রে তোমার হাতে
আরাম-আইশ, ব্যাক খোয়াইশ
রাখি দিলেম গাঁটে
এমন পিরিত কয় রমনীর কপালে আর জোটে
সত্য কছছো! তোমারে নিয়ে
ঘর করিব, রঙ করিব
ঢঙ যত আছে
তোমাক-আমাক দেখলি পারে
যাতে, চাঁদ-তারাও হাসে