পোস্টস

কবিতা

যদি তোমার প্রেম পাই (প্রিমিয়াম)

১৪ অক্টোবর ২০২৪

আব্দুল হালিম

নদীর ঘাটে নৌকা থাকে
আমি হলাম মাঝি,
তোমার প্রেমের হইতে মাঝি
আমি কিন্তু রাজি।
মন দিবে না প্রেম দিবে
তুমি শুধু জানো,
আমি তোমায় দিলাম মন
ফেলে দিও না কখনো।
আমার মনটা নয় কো দামি
সস্তা দামে কেনা,
অল্প দিনে যাবে বুঝে
আমি কত চেনা।
নামটি আমার নাহিদ মিয়া
প্রেমিক হতে চাই,
জিবনে হব অনেক সুখি
যদি তোমার প্রেম পাই।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।