বহুবিধ বদনাম কাঁধে ঝুলিয়ে
একজন অনাগত আসামী আমি।
কাঁধে আমার মৃত্যুদন্ডের পরোয়ানা।
চোখের সামনে জ্বলজ্বল করছে অর্ধসমাপ্ত ফাঁসির দৃশ্য।
আমার বুকের কবরে শুয়ে ছিলো, যেসমস্ত আপন মানুষ ;
ঘৃণায়-উপহাসে একে একে প্রত্যাখ্যান করেছে আমার মুখ।
অথচ কতোটা নির্লজ্জ আমি। তবুও কখনো দুঃখের রাইতে লোভে পড়িনি আত্মহননের।
অবহেলা এবঙ তাচ্ছিল্যের ঢেউ
জন্ম-দাগের মতো বইছে আমার দেহে,
আমার হাড়-করোটি অস্থিমজ্জায় বিদগ্ধ কম্পন,
একটি অস্থিতিশীল অপরাধবোধে ভুগছি আমি;
অথচ তবুও কখনো দুঃখের রাইতে আত্মচিৎকারে ভাঙিনি কারো ঘুম, প্রস্তর ফলক চাপা দিয়ে থামিয়েছি হৃদকম্পন, বিলবোর্ডের অক্ষরে লুকিয়েছি মুখ; শুনতে দেইনি, জানতে দেইনি — এইসব দুঃখের রাইত কতখানি গভীর এবঙ কতোখানি দীর্ঘ।