Posts

কবিতা

একদিন নাগলিঙ্গমের পুষ্পবনে 

October 15, 2024

মোহাম্মদ বিলাল

একদিন নাগলিঙ্গমের পুষ্পবনে 

            মোহাম্মদ বিলাল 

নাগলিঙ্গমের পুষ্পভরা

নটরডেমের অঙ্গনে

খুব মন হারানোর একটা দিন

আমার ছিল

পথগুলো খুব বেহায়া বলে ছাড় দিল না

একলা পথে পা ফেলে যাই

একলা মানুষ- ভাল্লাগে আর কতো

একটাই তো দিন

এভাবে

একটা দিনে কতোটা জীবন, মাপতে পারো?

Comments

    Please login to post comment. Login