Posts

কবিতা

বাহারি বিদ্যা

October 16, 2024

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

বিদ্যার জন্যে ঘুরে ঘুরে পথে পিতামাতা সবে
কপালে ঘাম জমেছে সূর্যের তাপে, মধ্য দুপুরে 
আর কত পথ হাটিলে বিদ্যা আসিবে 
আদরের ফটিকের ঘটে

ফটিক হাঁপিয়ে ছুটে, আর কত হাটব পথে
ইস্কুল কি সব বন্ধ করেছে বাড়ির নিকটে? 
উদ্বেগে ফেটে মাতা ছুটে এই ইস্কুলে ছাত্র পড়ে? 
সরকারি!!  নামে ইস্কুল, বিদ্যার নামে বহুদূর

আছে কেউ গুরু মহাশয় শিখাবে তোমায় অতিশয়?
 সমস্ত জগত সংসার, শরীর চর্চা, পাণ্ডিত্য বোধহয় 
বসে বসে শব্দ ছুটিয়ে পড়া হয় কি অধুনা  জগতে?

হাতে কলমে শিখতে হবে তোমাকে, পাণ্ডিত্য অর্জনে
অগ্রসর,
হতে হবে বিখ্যাত সমাজে, মুগ্ধতা ছড়াতে হবে প্রতিবেশী  
আড্ডা সমাবেশে

ব্যর্থতার গ্লানি কিছুকমে অতীত জীবনের! 
গর্বে বুক ফুলিয়ে মিথ্যে চাপার বুলি ফুটিবে আপনের,  অতিপান্ডিত্য সমাজে
"চল,  জোড়ে চল;  আরও কত মাইল বাকি!"

"হাটতে হবে পথে, শিখতে হবে গান, কবিতা, নাচ সবে
চর্চা কর পথে পথে,  নেচে নেচে পথ চল" বলে মনে মনে,
নাচতে নাচতে, গাইতে গাইতে ফটিক চলে পথে পথে
তবুও যদি শান্তি আসে মাতৃ মনে

সময় ফুরালে, বেলা অস্ত গেলে, ভোরের আলোতে খবর 
ছড়াল 
মধ্য জগতের অর্ধ আহারের সরকারি ইস্কুলের কালাচাঁদ 
পড়তে গিয়েছে  অহংকারী বিদ্যালয়ে 
গানের বাজনায় ঢোলের তালে ফুলানো বুক 
গিয়েছে  চুপসে ফটিকের চোখের জলে


ছোট কাল থেকে ছুটে চলেছ   পন্ডিত পন্ডিত বলে
এখন পন্ডিত কেন, শুধু চোখের জলে?
নিশ্চুপ মা, কেঁদে বসে ভাগ্য শুধু  নিরাশ করে!

ভাগ্য হাসে দক্ষ কাজে, ফটিক ছিলাম মিশ্র পাণ্ডিত্যে
তাই আজ কেঁদে ছুটি নীরব পথে 
ব্যর্থ গ্লানি ফিরে এসেছে বেশি পাওয়ার লোভে।


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
তারিখঃ ১৩/০৯/২৪

Comments

    Please login to post comment. Login