Posts

কবিতা

খলমানুষ

October 16, 2024

মোহাম্মদ বিলাল

খলমানুষ

মোহাম্মদ বিলাল

ধরো, একগ্লাস পানি

দস্যু ও ছিনাল

সাধু ও পামর

ঘোড়া ও গাধা

       সকলেরই দরকার

ধরো, একগ্লাস পানি

তোমার চোখে জল!

ধরো, একগ্লাস পানি

জীবন শুধুই জীবন

এসব জেনেও মানুষ 

      বরাবর খল।

Comments

    Please login to post comment. Login