Posts

নিউজ

বেইলি গিফোর্ড প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

October 16, 2024

নিউজ ফ্যাক্টরি

168
View

চলতি বছরের বেইলি গিফোর্ড প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় স্থান পেয়েছে ৬টি বই। ১০ অক্টোবর চেলটেনহ্যাম সাহিত্য উৎসবে তালিকাটি প্রকাশ করা হয়।    

অস্ট্রেলিয়ান লেখক রিচার্ড ফ্লানাগানের পরীক্ষামূলক স্মৃতিকথা 'কোশ্চেন সেভেন' চূড়ান্ত তালিকার জন্য মনোনীত হয়েছে। তিনি যদি এই পুরস্কার জিতেন, তাহলে তিনি হবেন বেইলি গিফোর্ড এবং বুকার প্রাইজজয়ী প্রথম লেখক। 

১৯ নভেম্বর বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি ৫০ হাজার পাউন্ড পাবেন। আর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের প্রত্যেকেই ৫ হাজার পাউন্ড পাবেন।  

উল্লেখ্য, বেইলি গিফোর্ড প্রাইজ নন ফিকশনের জন্য বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। আগে এটি  স্যামুয়েল জনসন প্রাইজ নামে পরিচিত ছিল। ইংরেজি ভাষায় সেরা নন ফিকশন বইয়ের জন্য প্রতি বছর ব্রিটেন থেকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের যে কোনো দেশের লেখক এটি পেতে পারেন। 

২০২৪ সালের বেইলি গিফোর্ড প্রাইজের সংক্ষিপ্ত তালিকা এক নজরে দেখে নেওয়া যাক: 

১. রিচার্ড ফ্লানাগান – কোশ্চেন সেভেন 

২. ভিয়েত থান নগুয়েন - অ্যা ম্যান অব টু ফেসেস

৩. সু প্রিডোক্স - ওয়াইল্ড থিং

৪. র‍্যাচেল ক্লার্ক - দ্য স্টোরি অব অ্যা হার্ট

৫. অ্যানি জ্যাকবসেন - নিউক্লিয়ার ওয়ার  

৬. ডেভিড ভ্যান রেব্রুক - রেভোলুসি  

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login