সার্থকতার জন্য বড় কিছু করতে হবে না; ছোট ছোট কাজেই সার্থকতা লুকিয়ে থাকে। একবার বাঁচার সুযোগেই আমরা যদি ভালো কাজ, ভালোবাসা, এবং প্রাপ্ত সুযোগগুলোর যথাযথ ব্যবহার করি, তবে সেটাই যথেষ্ট।
এই গল্প আমাদের শিখায় যে জীবন একটিমাত্র সুযোগ—তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসা ও অর্থপূর্ণ কাজে রূপান্তরিত করা উচিত।