Posts

কবিতা

জল না জমি

October 17, 2024

মোহাম্মদ বিলাল

  জল না জমি
‌ মোহাম্মদ বিলাল

কীভাবে হিসেব কষলে
কড়া-গন্ডা জমি পাওয়া যাবে 
হিসাবের খোঁজ রাখি না। 

এ বড়ো কঠিন বিদ্যে
আমি জীবনভর
সেই মাপঝোকের নাগাল পাই না ! 

কতটা জমি চাই
নগরে না গেরামে
ভেবে মরি না। 

জল না জমি
হাওয়া না ছাইয়ে মিশে যাব
ভে বে ভে বে সা রা হ ই

জমিজমার হিসাব মিলাতে যাই না।

Comments

    Please login to post comment. Login