রেডলিফ কলম
মোহাম্মদ বিলাল
তোমার রেডলিফ কলম
ভরা বর্ষায় কালিশূন্য হলো
যেন খরায় আটকালো
নাইওরির নাও
তোমার দীর্ঘযাত্রার প্রণয়পাখি
ডাঙায় তোলা মাছের মতো
এখন খালি তড়াপায়
তুমি কি জানো না তোমার রেডলিফ কলম এখন
দিস্তা কাগজের পাতায় চেয়ে থাকে কালিহীন
ভীষণ সাদা