Posts

কবিতা

রেডলিফ কলম

October 17, 2024

মোহাম্মদ বিলাল

170
View

    রেডলিফ কলম

    মোহাম্মদ বিলাল

তোমার রেডলিফ কলম 

ভরা বর্ষায়  কালিশূন্য হলো

যেন খরায় আটকালো

              নাইওরির নাও

তোমার দীর্ঘযাত্রার প্রণয়পাখি

ডাঙায় তোলা মাছের মতো

        এখন খালি তড়াপায়  

তুমি কি জানো না তোমার রেডলিফ কলম এখন

দিস্তা কাগজের পাতায় চেয়ে থাকে কালিহীন

                       ভীষণ সাদা

Comments

    Please login to post comment. Login