মাথার ভিতরে অঙ্কের বড় বড় হিসাব মুহূ্র্তে করার মজার খেলা প্রায় যেকোন বয়সি নারী-পুরুষের স্মরণশক্তি বৃদ্ধি, অ্যানালিটিক্যাল এবিলিটি বাড়াতে সাহায্য করে। বিশেষ করে যখন যুগটা অন্তহীন ইন্টারনেট স্ক্রলিং, এআই এর অদরকারী সহযোগিতা এবং বিভিন্ন গ্যাজেটের অতি ব্যবহারে মানুষের মগজকে ভোঁতা বানিয়ে ফেলছে। যন্ত্রপাতির উপযোগিতাকে ছোট করে দেখার কোন প্রয়াস আমার এ লেখায় নাই তবে মানবমস্তিস্ক নামের সুপারকম্পিউটারের ব্যবহার জানাটা জরুরি মনে করি।
গণিত, অঙ্ক এসব শব্দ শুনলে অনেকেরই মনে এক ধরণের বিবমিষার সৃষ্টি হয়। তবে খেলায় খেলায় আমি-আপনি ব্যাঞ্জামিন আর্থারের মতো ম্যাথম্যাজিসিয়ান হয়ে উঠতে পারি।
দুই ডিজিটের যেকোন সংখ্যাকে ১১ দিয়ে গুন করে আপনি চটজলদি ফলাফল মাথার ভিতরেই হিসাব করে ফেলতে পারেন।
৩৫ × ১১ কত?
৩৫ এর ৩ এবং ৫ যোগ করুন, সেই যোগফল মানে ৮ কে ৩ এবং ৫ এর মাঝখানে পাঠিয়ে দিন।
ফলাফল : ৩৮৫। মজার না?
এখন আপনি করুন। ৬৩ × ১১ = ? ঠিক ধরেছেন। ৬৯৩।
প্রশ্ন আসতে পারে ৮৭ × ১১ এর ক্ষেত্রে ৮ + ৭ = ১৫।
কিন্তু ফলাফল তো ৮১৫৭ না। বলছি।
এখানে উল্লিখিত যোগফল ১৫ এর ৫ চলে যাবে প্রাথমিক ফলাফলের মাঝখানে, অর্থাৎ ৮৫৭। ১৫ এর ১ যোগ হবে ৮ এর সাথে অনেকটা,
১
৮৫৭
____
৯৫৭
আরেকটা করি?
৫৭ × ১১ = ? ৫ + ৭ যেহেতু ১২, সেই হিসেবে,
১
৫২৭
____
৬২৭
এরকম কয়েকবার ঠিকঠাক প্র্যাক্টিস করে যেতে হবে।
যেমন ৯৯ × ১১ এর ক্ষেত্রে ৯ + ৯ = ১৮ হওয়াতে,
১
৯৮৯
____
১০৮৯
এরকম আরো হিসাব নিয়ে আমরা ধীরে-সুস্থে এগুলে আরো অনেক রকমের বিস্ময়কর ফলাফল নিজ মাথার ভিতরেই দ্রুত গতিতে করতে পারবো।
সামনের পর্বে বর্গ করার কৌশল নিয়ে কথা বলবো। আপনারা কিছু হিসাব নিজ স্বার্থেই কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।
পোস্টটি কাজে লাগলে শেয়ার করতে পারেন।
( চলবে )