ভুল মানুষের হাতে গিয়ে পড়ি
আর ভুল পাঠে পঠিত হই বরাবরই
অপ্রকাশিত থেকে যায় আমার মূল ভাব;
বক্তব্য এক অথচ বোধগম্যতার স্তর ভিন্ন।
আমি কি তেমন পাথর, অটল স্তম্ভ?
আমার পিঠে অঙ্কিত অর্থপূর্ণ বহু চিহ্ন
একদিন মিশে যাবে ধূলির ধূসরে,
যেরকম চলে গেছে কোনো প্রাচীন শহর
সভ্যতার অবোধ্য আঁধারে।
০৮.০৯.২০২৩