Posts

কবিতা

আমি কি তেমন পাথর, অটল স্তম্ভ

October 18, 2024

সাদিক সাকলায়েন

ভুল মানুষের হাতে গিয়ে পড়ি
আর ভুল পাঠে পঠিত হই বরাবরই
অপ্রকাশিত থেকে যায় আমার মূল ভাব;
বক্তব্য এক অথচ বোধগম্যতার স্তর ভিন্ন।
আমি কি তেমন পাথর, অটল স্তম্ভ?
আমার পিঠে অঙ্কিত অর্থপূর্ণ বহু চিহ্ন
একদিন মিশে যাবে ধূলির ধূসরে,
যেরকম চলে গেছে কোনো প্রাচীন শহর
সভ্যতার অবোধ্য আঁধারে।

০৮.০৯.২০২৩

Comments

    Please login to post comment. Login