Posts

কবিতা

প্রেমের সংসার

October 18, 2024

Tarikulislam Rifat

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

150
View

বিনোদ বিনোদিনীর প্রেমের প্রকাশ, দেখা তাদের কৃষ্ণ ঘাট
কৃষ্ণচূড়া ফুটিয়ে ঘাট, হয়েছে প্রেমের স্বর্গ বাস

প্রথম দেখা বিনোদ হাসে বোকার বেশে 
বিনোদিনীর চোখে রক্ত ভাসে,  এত বোকা, হাবাগোবা কেমনে  হবে জীবনচাষা?

বিনোদিনী -- কিছু বুলি ফুটিবে ঠোঁটে?  না হেঁটে চলব বাড়ির পথে! 
বিনোদ --  প্রথম দেখায় একটু হাসতে উপদেশ,  বড় কর্তা; আমার গুরু নিকোলাস! 
শব্দ করে আরও জোরে হাসে!

বিনোদিনী -- বিরক্ত স্বরে! তো কর্তাকেই বলতে  আসতে ঘাটে! তুমি কেন আসলে সেজে ফুলবাবু মিঠাই সাথে? কৃষ্ণচূড়ার ঘাট কেন করলে কালো, কুৎসিত হেসে?

বিনোদ - বুক ফুলিয়ে, হাসি গাছে ঝুলিয়ে, দাঁড়িয়ে বলে 
আমি তোমাকে করব নিকা! 
বিনোদিনী -- প্রথম দিনেই নিকা,  এত বড় বাপের বেটা!

বিনোদ --  তো চল করি! হাঁটা একই সাথে...
বিনোদিনী --- কিছু দিন একটু ঘুরে বেরিয়ে দেখি তোমার মুরোদ-ঝাটা

বিনোদ -- কালকে আসবে সখী বকুল তলায় ঝাড়ের পাশে?
বিনোদিনী -- আসব বৈকি, দুষ্টু!

বিদায় বেলায় ঢংঙের লীলা, বিনোদিনী পরশ বুলা
সুখের পরশে, হয়েছে বোকা,  চোখের সামনে রমণীর মিষ্টি  ঠোঁটের বাঁকা  রেখা।

গল্পের  ছলে জীবন গেল, সময় ও গেল ভালোবেসে
বিয়ের সুখের দিন আসিল প্রেম যুগলের ঘটে

বিনোদ - কত কাল গেল মিছে শুধু শুধু হেটে, আগেই আমায় করতে বিয়ে একটু ভালবেসে
বিনোদিনী -- পুরুষ মানুষ নয় তো সরল স্বভাব ভাবের মতন, তাই একটু বাজিয়ে নিলাম আমার মনের মতন

বিনোদ --  তো কি পেলে আমায় বাজিয়ে শেষে? 
বিনোদিনী --  চলে, সমাজের মত!
তবে উত্তম যাবে না বলা!   বাকি আছে আরও দেখা?

বিনোদ -- কি আর বাকি  বল? আমিই তোমার জীবন তরঙ্গে ঢেউয়ের সাথী ভেলা!
বিনোদিনী -- সময়ে সব জানিবে তুমি, অস্তির কেন অল্প তে!,  আশার নৌকায় থাকো,হাতটা ধরে রাখ।

বিনোদ--- জটিলে কেন বাঁধিলে আমায় তুমি? জীবন মরণে তোমায় চিনেছি, তুমি আমার বিনোদিনী! 
বিনোদিনী -- সরলে মরণ,  জটিলে জীবন,  আশাতে বাঁচা,
নারীর জীবন ধোঁয়াশার বাসা।

বিনোদ-- কেন, কেন এত ধোঁয়াশা?  উচ্ছ্বাসে প্রেম, 
প্রেমের বাসা তবে কেন এত হতাশা? 
বিনোদিনী --ও তুমি বুঝবে না, প্রিয়!  চল ঘুমিয়ে কাঁটাই মধু সুখের  রজনী ,  আর যদি না আসে সুপ্রসন্ন ভাগ্যে!
সখা তোমায় কাছে পেয়ে আমি চাঁদ যে পেলাম হাতে,  ভুলিও না আমায় রজনী পোহালে তবে

বিনোদ---  কেমনে ভুলিব সখী, তুমি মোর আশা, স্বপ্ন সারথি। 
বিনোদনী --- হাসে!  মধু মাখা হাসিতে চারপাশে মোহ মোহ আবহে, বিনোদ আমোদে ভাসে, সুখের স্বর্গ ঘর।


সময়ের প্রবাহে, কালের স্রোতে বিনোদের বীণা জলে ভাসে!

বিনোদিনী অট্ট হাসে  চলে পথে  , খোলা বাহুর এক রঙিন  বাবুর সাথে
উদর জ্বালায়, স্বভাবের খেলায় ,  রঙিন জগতের রঙের মেলায়,  বিনোদনী এখন হেসে চলে বিনোদকে পথে ফেলে

ভারসাম্যহীন জগতে হতভাগ্য মেয়ে সাথী হয় বিনোদের  চলার পথে

বিনোদ -- খুকী তুমি কি আমায় ভালোবাসো?
খুকী --  আমি  তোমায় বাসি ভালো,  এত এত, গুলো আলো!
বিনোদ -- আদর মাখা , মুখভরা ডাকে ভয়ে মন শিউরে উঠে, খুকীও আমায়  যাবে ছেড়ে সীমাহীন শূন্য মায়ার সায়রে!

কষ্টে কাতর হৃদয় ভয় দেখে ভীত নয়,  বিশ্বাস ভাঙার আতঙ্কে,স্বপ্নভঙ্গের রঙিন ঢেউ দেখে ক্ষণে ক্ষণে  কেঁপে উঠে, আর্তনাদের অভিশাপ গ্রাসের শব্দ শুনে দুকানে হাতে ধরে চেপে

বিনোদ উঁচু অট্টালিকার প্রবেশ পথে সন্দেশ মাখিয়ে দু হাতে, একা বসিয়ে খুকীকে হারিয়ে যায় অজনার গন্তব্যে চিরতরে


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ১৯/০৯/২৪

Comments

    Please login to post comment. Login