পৃথিবীতেই নরক দেখে ফেলার পর, এখন আমি কী করবো?
সোশ্যাল মিডিয়ায় ঝলমলে জীবন
স্ক্রল করতে করতে, স্ক্রল করতে করতে
আচমকা চলে আসে—ফিলিস্তিন কিংবা লেবানন
সহসা ফোনের স্ক্রিন ভরে যায়
হানাদারের নিখাদ গণতান্ত্রিক বোমায়
ঘাতকের আগুন—সূর্যের সব তাপ নিয়ে ক্ষমাহীন জ্বলে ওঠে
সেই আগুনের ভেতর দেখি জ্বলন্ত মানুষ, শেষ বারের মতো হাত নাড়ে
আমি বুঝতে পারি না, কোনোভাবেই বুঝতে পারি না
পাপের পাহাড় কতটা বিকট হলে, পৃথিবীতেই এমন নরকবাস মেলে?
দৃশ্য থেকে নিতান্ত বিছিন্ন এক দর্শক, তবুও আমার কাঠামো ভেঙে পড়ে
পৃথিবীর পূণ্যভূমিতে–ওরা কেন জ্বলে?
ওরা কেন পোড়ে? পাপ নাকি প্রতিশ্রুতির ভারে?
আমি বুঝতে পারি না, বুঝতে পারি না কোনোভাবে….
আমার কাঠামো হতাশ্বাস হয়ে ভেঙে পড়ে
সেই ভাঙা কাঠামোর ভগ্নাংশ হাতে নিয়ে ভাবি
পৃথিবীতে নরক দেখে ফেলার পর, আর কী থাকে বাকি?
পৃথিবীতে নরক দেখে ফেলার পর, আর কী করতে পারি?
পরকাল নিয়ে আরও ভীত, আরও সন্ত্রস্ত হতে পারি?
আসমানী সমাধানের অপেক্ষায় থাকতে পারি?
আমার মাংসে এখনো আগুন লাগেনি বলে,
নিয়ামতের সাগরে ডুবে সুখী হতে পারি?
কঠিনতম অভিশাপ দিতে পারি?
বয়কট করতে পারি?
তারপর?
আবার স্ক্রল করতে পারি,
নরকের নতুন কোনো ভিডিও পর্যন্ত?
পৃথিবীতেই নরক দেখে ফেলার পর, এখন আমি কী করবো…….