Posts

নিউজ

সেলিনা হোসেনের পদত্যাগ

October 18, 2024

নিউজ ফ্যাক্টরি

বাংলা একাডেমির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সেলিনা হোসেন। ১৭ অক্টোবর তিনি পদত্যাগপত্রে সই করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এই তথ্য জানিয়েছেন।

মোহাম্মদ আজম গণমাধ্যমকে বলেছেন, 'সেলিনা হোসেন পদত্যাগপত্রে সই করেছেন। তবে এটি গৃহীত হওয়ার একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে। যতক্ষণ পর্যন্ত সেটি শেষ না হয়, ততক্ষণ আমরা আনুষ্ঠানিকভাবে বলতে পারছি না যে তিনি পদত্যাগ করেছেন। এটি যেহেতু প্রক্রিয়াধীন, তাই পদত্যাগপত্র গৃহীত হলে সেটি আমরা সবাইকে জানাব।'      

এদিকে সেলিনা হোসেন বলেছেন, ‘আমার বাসায় বাংলা একাডেমির কর্মকর্তারা এসেছিলেন। আমি পদত্যাগপত্র সই করে তাদের কাছে দিয়েছি।’  

উল্লেখ্য, ৭৭ বছর বয়সী এই কথাসাহিত্যিক ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ পান। ৩ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ৬ ফেব্রুয়ারি তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ৩৪ বছর বাংলা একাডেমিতে চাকরি করেছিলেন। 

Comments

    Please login to post comment. Login