Posts

গল্প

রহস্যময় জঙ্গল (Premium)

October 19, 2024

Rouf An Nur

0
sold
রাতের অন্ধকারে শহরের বাইরে ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের ঠিক পাশেই ছিল এক বিশাল জঙ্গল, যার নাম সবাই জানতো "রহস্যময় জঙ্গল"। কেউ কখনো সেই জঙ্গলে ঢোকার সাহস পেত না, কারণ গ্রামবাসীদের মতে, জঙ্গলে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে।

বাচ্চারা যখনই কোনো দুষ্টুমি করতো, তখন মুরুব্বিরা বলতো, "সাবধান, বেশি দুষ্টুমি করলে রহস্যময় জঙ্গলে পাঠিয়ে দেব!" সেই জঙ্গলের গল্পে ভরা ছিল ভূত, দৈত্য আর অদ্ভুত সব প্রাণীর কাহিনী। কিন্তু কাহিনীর পেছনে যে আসল রহস্য লুকিয়ে ছিল, তা কেউ জানতো না।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login