আমার এক বন্ধু ‘তামিস’। শুনলাম সে পর্ণগ্রাফি দেখে।মুখে ব্রণ।লম্বা, ঝাকড়া চুলের বিশাল বাহার,কথাগুলো খুব
মিষ্টি মিষ্টি। কিন্তু তার এই চেহারাটা ছিল শুধু একটি মুখোশে আবৃত পশুদের চেয়ে নিকৃষ্ট। থাক আর না বলি। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না।তারপর সাহস নিয়ে তার কাছেই এর কথা বলছিলাম। তাকে একটু ইন্ডাইরেক্টলি বলছিলাম, " বন্ধু তোমার সময় গুলো কিভাবে ব্যায় করছো। সে একটু বিব্রত হয়ে বলতে চাইল না।আরেকটু জোর করার পর স্বজোরে বলল সে পর্ণ দেখে কিন্তু আসক্ত নয়।আমার চোখ উল্টে গেছিল।ভদ্র ছেলেটির বাসায় দুইটা বড় বোন আছে।জানিনা তাদেরকে দেখলে ওর মনে কি আসে,,,,,,