আট বছরের বালক তন্ময়।খেলতে গিয়ে বাসা থেকে হারিয়ে যায়। সময়ের ব্যবধানে এলাকার নাম পরিবর্তন হয়।পুরাতন বাড়িগুলোর মেরামত হয়। সাথে নতুন জনবসতিতে এলাকার রূপরেখাও পাল্টে যায়। এরই মধ্যে আনুমানিক ষাট বছর পর তন্ময়ের দেখা মেলে সেই আট বছরের বালক অবস্থাতেই।