Posts

নিউজ

প্রথম উপন্যাস প্রকাশের ঘোষণা দিলেন রিজ উইদারস্পুন

October 19, 2024

নিউজ ফ্যাক্টরি

73
View

জীবনে প্রথমবার উপন্যাস লেখায় হাত দিয়েছেন হলিউড তারকা রিজ উইদারস্পুন। এই বইয়ের সহ লেখক হিসেবে আছেন বেস্টসেলিং মার্কিন লেখক হারলান কোবেন। সম্প্রতি নিউইয়র্কভিত্তিক প্রকাশনা সংস্থা গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিংয়ের সভাপতি ও প্রকাশক বেন সেভিয়ার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

থ্রিলারধর্মী এই উপন্যাসটি ২০২৫ সালের শরতে প্রকাশিত হবে। তবে বইয়ের শিরোনাম এখনও ঠিক করা হয়নি।    

রিজ উইদারস্পুনের মৌলিক একটি আইডিয়ার উপর ভিত্তি করে বইটি লিখছেন মাইরন বলিটার সিরিজের লেখক হারলান কোবেন। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমি হারলানের লেখার একজন বিশাল ভক্ত। আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি আমার সঙ্গে একটি উপন্যাসের সহ লেখক হতে রাজি হয়েছেন। আমি এখন নাম্বার ওয়ান বেস্টসেলিং এই লেখকের সঙ্গে যৌথভাবে আমার প্রথম থ্রিলার লিখছি।’  

অস্কারজয়ী এই অভিনেত্রী অনলাইনভিত্তিক বইয়ের ক্লাব রিজ’স বুক ক্লাবের প্রতিষ্ঠাতা। তিনি এই প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন লেখকের বই বাছাই করে পাঠকদের সামনে উপস্থাপন করেন। তার এই বুক ক্লাবে মূলত নারী লেখকদের ফোকাস করা হয়। এই ক্লাবের বাছাই করা বইয়ের মধ্যে ৩৮টির বেশি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার বই হিসেবে নির্বাচিত হয়েছে।   

এছাড়াও তিনি ‘হুইস্কি ইন অ্যা টিকাপ’ নামের একটি নন ফিকশন বইয়ের লেখক। বেস্টসেলার এই বইটি ২০১৬ সালে প্রকাশিত হয়। তিনি শিশুদের জন্য 'বিজি বেটি' নামের একটি বইও লিখেছেন। 

এদিকে হারলান কোবেন এক বিবৃতিতে বলেছেন, আমি 'লিগ্যালি ব্লন্ড' তারকা রিজ উইদারস্পুনের একজন ভক্ত। তার অভিনয়, তার বুক ক্লাবের বই নির্বাচন সবকিছুই অতুলনীয়। তিনি নতুন এই থ্রিলার নিয়ে তার আইডিয়া আমার সঙ্গে শেয়ার করার পর থেকে এটিকে উপন্যাসে রূপ দিতে আমি রাজী হই। 

উল্লেখ্য, সাসপেন্স, থ্রিলারধর্মী উপন্যাসের লেখক হিসেবে হারলান কোবেনের পরিচিতি রয়েছে। ৬২ বছর বয়সী এই লেখক ৩০টিরও বেশি থ্রিলার লিখেছেন। এদের মধ্যে ১২টি উপন্যাস অবলম্বনে টিভি সিরিজ এবং সিনেমা তৈরি হয়েছে। তার সর্বশেষ উপন্যাস 'থিংক টুয়াইজ' চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান, কিরকাস 

Comments

    Please login to post comment. Login