যতই ভাবিনা কেন তুই আমি
একই পৃথিবীর বিচ্ছিন্ন বাসিন্দা,
যতই ভুলে যেতে চাই হাতের মুঠোয়
তোর হাতের নির্ভার উষ্ণতা,
যতই গড়ে তুলি আজীবনের বিচ্ছেদ প্রতিজ্ঞা
তোকে ছোবনা তোকে দেখবনা,
শুনবনা তোর গল্প
যা শুরু হলে শেষ হতে চায়না,
তোকে প্রাণে লেপ্টে বলবনা ভালোবাসি।
তবু দিন শেষে আমি নতজানু
কারাভোগী; বারবার প্রতিজ্ঞা ভাঙ্গার দায়ে
তোর কাছে ছুটে আসতেই হয়
পুড়তেই হয় তোর জ্বালা অনলে।
আমি পুড়ি আমি প্রতিজ্ঞা ভাঙ্গি
আমি নতজানু হয়ে তোর প্রেম মাগি
আমি বেলা শেষে ছুটে আসি তোর আবেশে
কারন,
আমি প্রেমিক, অপরাধী নই।