পোস্টস

কবিতা

ক্লাইমেট চেইঞ্জ কি খুব দায়ী? -রাফাত আহমেদ

২১ অক্টোবর ২০২৪

Rafat Ahmed

মূল লেখক রাফাত আহমেদ

 

দুঃস্বপ্নেই কেটে গেল এক মিনিট বছর। 
নদীর জলে যে আমার এক ফোটা নোনতা চোখের জল পড়েছিল,
তা এখন কোথায় আছে জানিনা,
তবে সমুদ্রের কাছে বিশাল ঋণী হয়ে থাকলাম
সারাক্ষণ তোমায় অসম্ভব মনে পড়ার দীর্ঘায়িত
এই রাতের ইনসমনিয়ায় 
তোমাকে ভীষণ ভাবে চোখের জল মেনিফেস্টোই মনে পড়ায়,
এখানে আবার তোমার অপছন্দের কার্ল মার্ক্স আসেনি,
এই চোখের জলে এসেছিল রবীন্দ্রনাথ। 
এই চোখের জলে সাক্ষী ছিল তোমার প্রিয় নজরুল।

কীটের প্রজননে বন ভর্তি আনন্দে 
রক্তিম সকালের চোখে 
তুমি সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ।
তুমি মেঘালয়ের মেঘকন্যা হয়ে আছো
সাধারণ কোনো চোখে তুমি বিশ্বকে
চাহিদার চোখে দেখোনা,
তোমার চোখ 
পুরাদস্তুর সমাজতান্ত্রিক।

কি এমন তুমি?
তোমার ঘরে কী আমার চোখের জল বৃষ্টি হয়ে পড়েনা?
পড়বে কবে?
ক্লাইমেট চেইঞ্জ কী খুব দায়ী?