Posts

কবিতা

বিড়ম্বনায় যে মৃত্যু আসে ১ - রাফাত আহমেদ

October 21, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

232
View

ফিরে পাওয়া এক অসহ্য বিড়ম্বনায়
তোমাকে জটিল করে,
উৎসবের ফানুসে উড়ে যায়
চাহনি,
আমি তপ্ত রোদের মাঝে জলীয়বাষ্প হয়ে
উড়ে যায় প্রতিনিয়ত
আমাদের সাবেক প্রেমের কাছে,
তবুও ফেরা হয়না বর্তমান তোমায়,
আমি নাকী জগৎ? 
কোনটাকে বাদ দিয়ে কল্পনা করবে দেবী?
আমি জগতের অতীতে এবং বর্তমানের অতীতে
তোমাকে চেয়েছি,
তাই বলে এখন চাইবো?

Comments

    Please login to post comment. Login