ফিরে পাওয়া এক অসহ্য বিড়ম্বনায়
তোমাকে জটিল করে,
উৎসবের ফানুসে উড়ে যায়
চাহনি,
আমি তপ্ত রোদের মাঝে জলীয়বাষ্প হয়ে
উড়ে যায় প্রতিনিয়ত
আমাদের সাবেক প্রেমের কাছে,
তবুও ফেরা হয়না বর্তমান তোমায়,
আমি নাকী জগৎ?
কোনটাকে বাদ দিয়ে কল্পনা করবে দেবী?
আমি জগতের অতীতে এবং বর্তমানের অতীতে
তোমাকে চেয়েছি,
তাই বলে এখন চাইবো?
232
View