পোস্টস

কবিতা

ঘুমিয়ে পড়ো (প্রিমিয়াম)

২২ অক্টোবর ২০২৪

linkon abrar

মূল লেখক মোঃ জিয়াউর রহমান লিংকন

অনুবাদক মোঃ জিয়াউর রহমান লিংকন

ঘুমিয়ে পড়ো তুমি

লিংকন
২২/১০/১৮

ঘুমিয়ে পড়ো এবার,
ঘড়ির দিকে তাকিয়ে দেখো,
অনেক রাত হয়ে গেছে,
বেশি রাত জেগো না আর,
শরীর খারাপ করবে,
মাথা ব্যথায় কাতরাবে তুমি,
গ্যাসের সমস্যাটাও বেড়ে যেতে পারে,
ডাক্তার বাবু বলে দিয়েছেন,
- এবার কিন্তু আলসার হতে পারে,
শুনেছি রাত জাগলে নাকি,
দৃষ্টিশক্তি কমে যায়,
এমনিতে কম দেখো তুমি,
ব্যথাও আছে সাথে,,,

আমি হাত বুলিয়ে দিচ্ছি,
তোমার রেশমি চুলে,
উষ্ণ পরশ বুলিয়ে দিচ্ছি,
তোমার প্রশস্ত কপালে।
চোখদুটো বন্ধ করো এবার,
অনেক রাত হলো যে,,
কান পেতে শোন ঐ দূর পানে,
রাতের নিস্তব্ধতা ভেঙে
শোনা যায় শিয়ালের ডাক ।
টিনের চালে শুনছো কি ?
শিশির বিন্দু জলকণা হয়ে
কেমন টুপটুপ করে গান হয়ে
ঝরে পড়ছে।
ঝিঁঝিঁপোকাগুলো স্তব্ধ,
জোনাকিপোকাগুলোও
জ্বলছে না আর,,
হয়তো তারাও ঘুমিয়ে পড়েছে,
এবার তুমিও ঘুমিয়ে পড়ো ,
আমি হাত বুলিয়ে দিচ্ছি,
তোমার নরম রেশমি চুলে,,,,,

এটি একটি প্রিমিয়াম পোস্ট।