তোমার ফ্যাক্টরিতে আমার প্রতিভা
বিকশিত করতে চাই
কবিতা এখন পড়ে তারা
তবু লিখে যাই।
তোমার ফ্যাক্টরিতে প্রতিভাগুলো
নতুন স্বপ্বের ডানা
হাজার পাপড়ি ঝড়ে পরে
কত কিছু অজানা।
জীবন ফ্যাক্টরিতে জমে আছে
না বলা কত কথা
কবিতার ভাষায় প্রকাশিত হোক
যদিও না থাকে কোন শ্রোতা।
সকলের ফ্যাক্টরিতে ভরে উঠুক
ভালোবাসার কুড়ি,
প্রতিভাগুলো বিকশিত হোক
এই কামনা করি
This is a premium post.